কড়া নিরাপত্তায় বিসিবি নির্বাচন, ভোট দিলেন বুলবুল


কড়া নিরাপত্তায় বিসিবি নির্বাচন, ভোট দিলেন বুলবুল

নানা নাটকীয়তা, বয়কট, অভিযোগ আর শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দিনের শুরুতেই ভোট দিতে হাজির হন বিসিবি সভাপতি ও পরিচালক পদপ্রার্থী সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জীবনের প্রথম ভোটদানের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা-ই দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।”

নির্বাচনকে ঘিরে চলমান সমালোচনা ও ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে বুলবুল বলেন, “যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলব। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।”

তবে ভোটের ব্যস্ততার মধ্যেও জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করতে ভুলেননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে ৩–০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দলকে অভিনন্দন জানিয়ে বুলবুল বলেন, “আমাদের মূল কাজই জাতীয় দলকে নিয়ে। ওরা অসাধারণ ক্রিকেট খেলছে। এই দলটিকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তবে সামনে ওয়ানডে সিরিজের জন্য মিডল অর্ডারে আরও কিছুটা উন্নতির প্রয়োজন আছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×