তামিমদের নির্বাচন বয়কটকে ‘ব্যক্তিগত ব্যাপার’ বললেন বুলবুল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:২৫ পিএম, ০৫ অক্টোবর ২০২৫

বিসিবির আসন্ন নির্বাচন ঘিরে নাটকীয়তার কোনো কমতি ছিল না। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ৬ অক্টোবর, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে এবারের নির্বাচনের চেহারা অনেকটাই বদলে গেছে, কারণ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অন্তত ১৭ জন প্রার্থী হঠাৎ করেই তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে ভোটযুদ্ধ হারিয়েছে আগের মতো উত্তেজনা।
নির্বাচনের একদিন আগে, রোববার (৫ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিম ও অন্যদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হলে বুলবুল সংক্ষেপে মন্তব্য করেন, ‘যারা এখানে আসছে না বা বয়কট করেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলবো না।’
নির্বাচনে সরকারের হস্তক্ষেপ বা ক্রীড়া উপদেষ্টার প্রভাব থাকা নিয়ে চলমান বিতর্কের বিষয়ে জানতে চাইলে বুলবুল এসব অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন, যে সময়সীমার মধ্যে আমি কাজ করছিলাম।’
নির্বাচনে তার অংশগ্রহণ যে দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থেই, তা স্পষ্ট করেন বুলবুল। ‘আমার মনে হয়েছে যে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আমাকে চালিয়ে যেতে হবে। যারা আমাকে ভোট দিচ্ছেন বা দেবেন না, কিংবা আপনারা যারা আছেন, যদি মনে করেন যে আমি যথেষ্ট যোগ্য নই, তবে আমি যেকোনো সময় সরে যেতে প্রস্তুত। তবে একই সঙ্গে আমার একটাই লক্ষ্য - বাংলাদেশ ক্রিকেট (এর উন্নতি)।’