বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক


বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

এশিয়া কাপে ছেলেদের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে মেয়েদের ক্রিকেটেও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক। রোববার (০৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোয় নারী বিশ্বকাপের লিগ পর্বের খেলায় টসের সময় ভারত অধিনায়ক হারমনপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে হাত মেলাননি।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারত–পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতির অনুসরণও দেখা যায়নি।

ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও যে ভারত একই অবস্থা বজায় রাখবে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছিলেন, ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’

নারী ক্রিকেটে সাদা বলে ভারত ও পাকিস্তান একে অন্যের বিপক্ষে ২৭ বার খেলেছে। ভারত এগিয়ে রয়েছে ২৪-৩ ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ১১টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ভারত। পাকিস্তানের ৩টি জয়ই টি-টোয়েন্টিতে।

পাকিস্তানের আসল চিন্তা তাদের ব্যাটিং। প্রথম ম্যাচে যা দলকে ভুগিয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। জুটি গড়তে পারেনি। ফাতিমা ও ডায়ানা দারুণ বল করলেও বাকিরা সাহায্য করতে পারেননি। একই মাঠে আবার ম্যাচ খেলতে নামাই পাকিস্তানের কাছে একমাত্র সুবিধা হতে চলেছে। কলম্বোয় অনেক দিনই ভারত খেলেনি। ফলে হারমনপ্রিতদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×