বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে


বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বহু নাটকীয়তার পর অবশেষে আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচিত পরিচালকরা সভাপতি নির্বাচনের জন্য ভোট প্রয়োগ করবেন।

বিসিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টায় সভাপতি নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় ফলাফল প্রকাশিত হবে।

নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন, তবে আগেই ৪৮টি ক্লাব ভোট বর্জন ঘোষণা করেছে। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্যে ১২ পরিচালক নির্বাচিত হবেন, যদিও শেষ মুহূর্তে ক্লাব ক্যাটাগরির প্রার্থী ফায়জুর রহমান ভূঁইয়া ভোট বর্জন করেছেন।

সরাসরি ভোট হবে ৯৮ কাউন্সিলরের মধ্যে। এর মধ্যে ইতিমধ্যে ৫৮ কাউন্সিলর ই-ব্যালটে ভোট প্রদান করেছেন। ক্যাটাগরি ১-এ ঢাকা, চট্টগ্রাম ও খুলনার দুই করে পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বরিশাল ও সিলেট থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন পরিচালকরা। কেবল রাজশাহী ও রংপুর বিভাগে ক্যাটাগরি ১-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মধ্যে।

বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়াই তার মূল অঙ্গীকার। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে। আমি মনে করি আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন সেরা নির্বাচন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×