‘রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবি নির্বাচন’
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে নির্বাচনপূর্ব সন্ধ্যায়ই। নির্বাচন শুরুর আগের দিন, ৫ অক্টোবর রোববার, হঠাৎ করেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন ঢাকা বিভাগের পরিচালক পদের একজন প্রার্থী, আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এ সময় বিসিবি নির্বাচনকে তিনি তুলনা করেন 'রাতের ভোট' কেলেঙ্কারির সঙ্গেও, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে লড়াইয়ে ছিলেন রেদুয়ান। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তীব্র আপত্তি তুলে তিনি বলেন, "রাতের ভোট তো...তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে।"
তাঁর এই মন্তব্য বিসিবি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আগেই চলা আলোচনা ও সমালোচনার আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে।
এর আগে, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা ছিল ১ অক্টোবর। তবে ওই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও রেদুয়ানসহ মোট চারজন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুতফর রহমান, কাঁঠালবাগান গ্রিনক্রিসেন্টের প্রতিনিধি মেজর ইমরোজ এবং রাজশাহী বিভাগের প্রার্থী হাসিবুল আলম।
রেদুয়ানের সরে দাঁড়ানোর ফলে ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
তবে প্রার্থিতা প্রত্যাহারের পেছনে গুরুতর অভিযোগ তুলে রেদুয়ান বলেন, আমিনুল ও নাজমুল তাদের নিজ নিজ অঞ্চলের ক্রিকেট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। তার ভাষায়, নির্বাচনের আগে হঠাৎ করেই তাদের ওই এলাকার অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধুমাত্র প্রার্থী হওয়ার সুযোগ করে দিতে।
এছাড়া, এবারের নির্বাচনে ই-ব্যালট ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন রেদুয়ান। তার অভিযোগ, নির্বাচন কমিশন একটি ন্যায্য ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, "আমি নির্বাচন কমিশনের সঙ্গে বহুবার দেখা করতে চেয়েছি, কিন্তু তারা দেখা করেননি। আমি আবেদন দিতে চেয়েছিলাম যে, ই-ব্যালট ও পোস্টাল ব্যালট শুধু তাদের দেয়া হোক, যারা দেশের বাইরে বা হাসপাতালে রোগী। কিন্তু যারা দেশে আছেন, স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছেন, তারা কেন ই-ব্যালটে ভোট দেবেন?"
বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার, ৬ অক্টোবর সকালে। তার ঠিক আগের সন্ধ্যায় রেদুয়ানের এমন সিদ্ধান্ত ও মন্তব্য নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে।