আফগানদের বাংলাওয়াশ করল টাইগাররা, ৭ বছর পর প্রতিশোধ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৭ এম, ০৬ অক্টোবর ২০২৫

শারজাহর মাঠে গর্জে উঠল টাইগাররা, টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর মাধ্যমে ২০১৮ সালের অপমানের জবাব দিল টাইগাররা, যখন আফগানদের বিপক্ষে একইভাবে ৩-০তে সিরিজ হেরে ফিরতে হয়েছিল।
সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। সাইফ হাসানের দাপুটে ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে দল, যিনি হাঁকান দুর্দান্ত এক ফিফটি। এ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ, যা আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফগানিস্তান। দলীয় ৩৯ রানের মাথায় হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়েন ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৮ রানে সেদিকউল্লাহ আউট হলে আবারও ভেঙে পড়ে আফগান ইনিংস।
৯৮ রানে ৮ উইকেট হারানো আফগানরা শেষ দিকে রাসুলি ও মুজিব উর রহমানের ৩৪ রানের জুটিতে ভর করে কোনোভাবে স্কোর দাঁড় করায় ১৪৩ রানে। মুজিব করেন ২১ রান, রাসুলি দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ১৫ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন দুটি করে উইকেট।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় কিছুটা ধীরগতির। ১৪ রানে আউট হন ওপেনার পারভেজ হোসেন। তবে তানজিদ হাসান ও সাইফ হাসান মিলে গতি ফেরান ইনিংসে। তানজিদ ৩৩ রান করে আউট হলেও সাইফ হাসান ছিলেন অবিচল। পাওয়ারপ্লেতে একাধিক বাউন্ডারি হাঁকিয়ে চাপ সরিয়ে নেন তিনি।
শেষদিকে সাইফ হাসান তুলে নেন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের এক ওভারে একাই ১৫ রান তোলেন তিনি, যার একটি বিশাল ছক্কা গিয়ে পড়ে গ্যালারির ছাদে। সেটিই ছিল তার ফিফটির শট।
জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নুরুল হাসান, ইনিংসের শেষ দিকে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে।
সিরিজের আগের দুটি ম্যাচে ১৫১ ও ১৪৭ রানে গুটিয়ে যাওয়া আফগানদের এবার মাত্র ১৪৩ রানেই থামিয়ে দিয়ে ব্যাটে-বলে একতরফা আধিপত্য দেখায় বাংলাদেশ।