দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তাদের মাঠে হারানোর পর, এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩৩ রানের জয়ে স্বপ্নের মতো সমাপ্তি ঘটাল জুনিয়র টাইগাররা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের শক্তিশালী স্কোর গড়ে বাংলাদেশ। ব্যাট হাতে ইনিংসের মূল ভরসা ছিলেন রিজান হোসেন, যিনি করেছেন ৯৫ রান। তাকে যোগ্য সহায়তা দেন কালাম সিদ্দিকি, যার ব্যাট থেকে আসে ৬৫ রান।

জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। আদনান লেগেদিন ৩১ বলে ৪০ রান করে ফিরলে ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই বিদায় নেন আরেক ওপেনার জুরিখ ফন শালভিক (২২ বলে ১৯)।

দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মধ্য ওভারে মোহাম্মদ বুলবুলিয়া (৩১) ও জেসন রোয়েলস (৩৫) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে দেননি টাইগার বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস।

এর আগে ব্যাটিংয়ে নেমে জাওয়াদ আবরার ও রিফাত বেগের ওপেনিং জুটি দলকে এনে দেয় ৪১ রানের সূচনা। রিফাত ২২ বলে ১৬ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর জাওয়াদ (২১) ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম (২৮ বলে ৭) দ্রুত ফিরলে কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে রিজান ও কালামের ১১৭ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। ইনিংসের শেষ দিকে রান আউট হয়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন রিজান। তবে তার সেই ইনিংসই শেষ পর্যন্ত বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত করার পথে মূল ভূমিকা রাখে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×