বিপিএলের পার্টনার হতে চায় আইপিএলের সহযোগী প্রতিষ্ঠান
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৫ পিএম, ২৮ জুলাই ২০২৫

বিপিএলের গ্ল্যামার ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চেষ্টায় এবার আগ্রহ দেখিয়েছে এমন কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা ইতোমধ্যেই আইপিএল ও পিএসএলের মতো বড় টুর্নামেন্টে সফলভাবে কাজ করেছে।
ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও জনপ্রিয় হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে খেলাটাই অনেক ক্রিকেটারের জন্য ভাগ্য বদলের সুযোগ। সেই আইপিএলকে অনুকরণ করে ২০১২ সালে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যদিও এগারোটি আসর পার করলেও, বিপিএলের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার ধার কখনোই থেমে থাকেনি।
বিসিবির নেতৃত্বে পরিবর্তন আসার পর, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতির দায়িত্ব নিয়ে বিপিএলের মানোন্নয়নে গুরুত্বারোপ করেন। তার দিকনির্দেশনায়, এবারই প্রথমবারের মতো একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বিপিএল পরিচালনার পথে এগোচ্ছে বিসিবি।
বিপিএলের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় কারা দায়িত্ব পাবে, সেটি সময়ই নির্ধারণ করবে। তবে লিগকে আরও পেশাদার ও আকর্ষণীয় করে তুলতে যেসব সংস্থা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, বিসিবি তাদেরই অগ্রাধিকার দেবে বলে ধারণা করা হচ্ছে।
এই লক্ষ্যে বিপিএলের সঙ্গে স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং এবং বাণিজ্যিক পরামর্শমূলক কাজের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (EOI) আহ্বান করেছিল বিসিবি। আবেদন জমার শেষ তারিখ ছিল ২৬ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ জানিয়েছে।
এই পাঁচটির মধ্যে চারটি আন্তর্জাতিক এবং একটি স্থানীয় ফার্ম। বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আইপিএল, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং লিজেন্ডস লিগে কাজ করা অভিজ্ঞ সংস্থাগুলো।
বিপিএলের দ্বাদশ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে। এবারের আসরে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের পাশাপাশি নতুন কোনো দল যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।