ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি


ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী।

গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটেছে বলে জিডিতে উল্লেখ করা হয়। রাতেই মিরপুর মডেল থানায় জিডিটি করা হয়।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি। অভিযোগে তিনি বলেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

জানা গেছে, অভিযোগকারী তাসকিনের বন্ধু।

এ বিষয়ে জানতে চাইলে তাসকিনের ফোন বন্ধ পাওয়া যায়।

পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে আছে। গেল ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×