বাংলাদেশি ব্যাটারের হেলমেটে টান প্রোটিয়া বোলারের


saurav/bd-sa-2-1748420989.webp

ক্রিকেটে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সবকিছুরই একটা সীমা থাকা উচিত। কিন্তু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। একটি ছক্কার জবাবে শুরু হলো বাগ্‌বিতণ্ডা, যা গড়ায় শারীরিক দ্বন্দ্বে। ছক্কা হজম করেই মেজাজ হারিয়ে বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডলের হেলমেট টেনে ধরেন প্রোটিয়া পেসার টিপেসু এনটুলি।

ঘটনাটি ঘটে ইনিংসের ১০৫তম ওভারে। ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে এনটুলিকে ছক্কা হাঁকান রিপন মন্ডল। সেই শটে চটেই যান এনটুলি। পরপরই তিনি আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসেন রিপনের দিকে। শুরু হয় কথার লড়াই, যা একপর্যায়ে রূপ নেয় ধাক্কাধাক্কিতে।

এনটুলি উত্তেজিত হয়ে রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন। আম্পায়ার সামনে থাকলেও থামানো যাচ্ছিল না তাকে। রিপনও হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এরপর দুই আম্পায়ার এবং আশেপাশের খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবুও এনটুলি বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত কিছু বলে যাচ্ছিলেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড়ও এগিয়ে এসে রিপনের সঙ্গে কথা বলেন।

এরপর অবশ্য মাঠের খেলায় ফেরে মনোযোগ। প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দল অলআউট হয় ৩৭১ রানে। রিপন করেন ৪৩ রান, ৮১ বলের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। তাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দেন এনটুলি নিজেই।

এর আগে প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছিল। আর ওয়ানডে সিরিজে লড়াই করেই ট্রফি ধরে রেখেছিল স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×