এইচএসসি পরীক্ষায় কোন বোর্ড এগিয়ে, পিছিয়ে যে বোর্ড


এইচএসসি পরীক্ষায় কোন বোর্ড এগিয়ে, পিছিয়ে যে বোর্ড

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হয়।

ফলে দেখা গেছে, পাশের হারে কুমিল্লা শিক্ষা বোর্ড সবচেয়ে পিছিয়ে রয়েছে, যেখানে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, এবং ঢাকা শিক্ষা বোর্ড এগিয়ে রয়েছে, সেখানে পাসের হার ৬৪.৬২ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার ১১টি বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন যেভাবে:

১. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

২. শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটের মাধ্যমে।

৩. এসএমএসের মাধ্যমে ফল জানতে ১৬২২২ নম্বরে লিখতে হবে: HSC Board Name (প্রথম ৩ অক্ষর) Roll Year। উদাহরণ: HSC Dha 123456 2025।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল পাওয়া যাবে না।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১–৩১ আগস্ট।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×