২০২টি শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করেছে


২০২টি শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করেছে

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠান একদমই পাশ করতে পারেনি।

আজ (বুধবার) ঢাকা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এই তথ্য জানান।

প্রফেসর কবির জানান, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল মাত্র ৬৫টি। কিন্তু এবারের পরীক্ষায় সেই সংখ্যা বেড়ে ২০২টিতে পৌঁছেছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ হিসেবে ধরা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×