৩৪৫ প্রতিষ্ঠানে সবাই পাস
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৭ এম, ১৬ অক্টোবর ২০২৫

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ শিক্ষার্থী পাস করেছে, তবে এটি আগের বছরের তুলনায় অনেক কম। ২০২৪ সালে শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ১,৩৮৮টি, তাই এবারের সংখ্যাটি ১,০৪৩টি কমেছে।
আজ (১৬ অক্টোবর) ঢাকা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এই তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে, এবার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে, যা শিক্ষাব্যবস্থায় উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
আগের দিনই প্রকাশিত ফলাফলের অনুযায়ী এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।
মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১, যাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।