১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা


১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়ে গেছে আর্জেন্টিনা। সিলভেত্তির একমাত্র গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ১৮ বছর পর আবারও ফাইনালে উঠেছে মেসির উত্তরসূরিরা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা ফাইনালেও হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় কলম্বিয়া। বাঁ দিক থেকে পেরেয়া দুর্দান্ত একটি মুভে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করেন। সেখান থেকে কানচিম্বোর হেডে গোলের সুযোগ তৈরি হলেও গোলরক্ষক বার্বি অসাধারণ সেভে তা প্রতিহত করেন। এরপর আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি গোলের দারুণ সুযোগ তৈরি করলেও তার শট পোস্টের সামান্য বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সারকোর নেতৃত্বে এক চমৎকার দলীয় মুভে ডানদিক থেকে আরেকটি সুযোগ আসে, কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক সেই প্রচেষ্টাও ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতি বাড়ে। বদলি খেলোয়াড় সিলভেত্তি বক্সের ভেতর বল পেলেও প্রথমবার লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হন। দ্রুত পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া—রেন্তেরিয়ার ক্রসে আবারও চমৎকার সেভ করেন বার্বি। ফিরতি বল থেকে তোবিয়াস রামিরেসের শটেও গোলের দেখা মেলেনি।

অবশেষে ৭২তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। বক্সের কাছ থেকে প্রেস্টিয়ান্নির পাস পেয়ে সিলভেত্তি এক নিখুঁত টাচে বল পাঠান ডানপোস্ট ঘেঁষে জালে। সেই একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

৮০তম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়া। মাঝমাঠে ফাউল করে বসায় রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দলটি নেমে আসে ১০ জনে। শেষ মুহূর্তে আর্জেন্টিনার রক্ষণভাগ দৃঢ়ভাবে টিকে থাকে এবং ম্যাচ শেষে জয় নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

এই জয়ের মাধ্যমে ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা—যা দেশটির ফুটবল ইতিহাসে নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার মুহূর্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×