কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬


কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, এবং জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল আলম।

এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, তাই এবার পাসের হার প্রায় ১৮.৯৫ শতাংশ কমেছে।

ফলাফল বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট বা এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×