৪২৬ রানের লক্ষ্য তাড়ায় ২ রানে অলআউট


৪২৬ রানের লক্ষ্য তাড়ায় ২ রানে অলআউট

৪৫ ওভারের ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ করে ৪২৬ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশ অল আউট হয়ে যায় মাত্র ২ রানে। তাতে বেশ কিছু রেকর্ড হয়েছে ম্যাচটিতে।

অবিশ্বাস্য ম্যাচটি দেখা যায় ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে। মিডলসেক্স কাউন্টি লিগের ওই লড়াইয়ে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে ৪২৪ রানে হারায় নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন নর্থ লন্ডনের ব্যাটাররা। ওভারপ্রতি সাড়ে ৯ করে রান তোলে দলটি। তবে কেবল একজন ব্যাটারই স্পর্শ করতে পারেন ফিফটি। ড্যান সিমন্স একাই খেলেন ১৪০ রানের ইনিংস। এ ছাড়া জাক লেউইট করেছেন ৪৩ ও নাবিল আব্রাহামস করেন ৪২ রান।

রিচমন্ডের বাজে বোলিংয়ে ৯২ রান আসে অতিরিক্ত থেকে, যেখানে ছিল ৬৫টি ওয়াইড ও ১৬টি ‘নো’ বল।

চারশ ছাড়ানো রানের লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে রিচমন্ডের ব্যাটিং। ৫.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলটির করা ২ রানের একটি আসে ওয়াইড থেকে।

নর্থ লন্ডনের হয়ে ম্যাট রসন ৩ ওভারে কোনো রান দিয়ে নেন ৫ উইকেট। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×