ম্যাচ জয়ের পর আইফোন জিতলেন রিশাদ


ম্যাচ জয়ের পর আইফোন জিতলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ উইকেট শিকার করে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলায় বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন। ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে লাহোর কর্তৃপক্ষ। গতকালের ম্যাচে ৩ উইকেট নেওয়ায় তিন সতীর্থের সাথে রিশাদ পেয়েছেন সেই পুরস্কার।

লাহোর কালান্দার্সের অ্যাকাউন্টে পোস্ট করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে, লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা বলেন, ‘পুরস্কার দেওয়া হবে চারটি। তিনটি দেওয়া শেষ। সর্বশেষটা কে পেতে পারেন?’ ড্রেসিংরুমে কয়েক সেকেন্ড সবাই চুপ। হুট করে শোনা গেল – রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারের হাতে উঠল আইফোন।

রিশাদকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিল, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’

উল্লেখ্য, রিশাদের সঙ্গে আইফোন পেয়েছেন ১৬ রানে ৩ উইকেট নেওয়া পেসার সালমান মির্জা। বাকি দুটি পুরস্কার পেয়েছেন কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম। পিএসএলে রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×