প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ারও


প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ারও

যেকোনো পর্যায়ের হকি বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। গত বছরের ডিসেম্বর ওমানে হওয়া যুব এশিয়া কাপে পঞ্চম হওয়ায় এই সুযোগ পায় বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। এই খবরটা অবশ্য পুরনো।

তবে নতুন খবর হচ্ছে শুধু দলই প্রথমবার এমন সুযোগ পেয়েছে তা কিন্তু নয়, বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের বাঁশিতে ফুঁ দেবেন দুই আম্পায়ারও। যুব হকির সর্বোচ্চ মঞ্চে সুযোগ পাওয়া সেই দুই আম্পায়ার হচ্ছেন সেলিম লাকি ও শাহবাজ আহমেদ।

সেলিম-শাহবাজ আন্তর্জাতিক ম্যাচ অনেক পরিচালনা করলেও কখনো বিশ্বকাপের মতো আসরে সুযোগ পাননি। এবার তাদের সেই অপেক্ষা ঘুচতে যাচ্ছে।
২০১২ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করা সেলিম এখন পর্যন্ত ৫০-এর বেশি ম্যাচ পরিচালনা করছেন। 

অন্যদিকে সেলিমের তিন বছর পর আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন শাহবাজ। ২০১৫ সালে বাঁশি হাতে নেওয়া শাহবাজ এখন পর্যন্ত ৩৭ ম্যাচ পরিচালনা করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×