রাকসুতে বিজয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২৮ এম, ১৭ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন সেই দ্বীপ মাহবুব, যিনি সরকারবিরোধী জুলাই আন্দোলনে চোখ হারিয়েছিলেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন ছাত্রশিবিরের নেতৃত্বাধীন 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল থেকে।
শুক্রবার, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
বিজয়ের অনুভূতি জানাতে গিয়ে দ্বীপ মাহবুব বলেন, “জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন, আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চাই, যে উদ্দেশ্যে আমি আমার চোখ হারিয়েছি, তা যেন বাস্তবায়ন করতে পারি।” একই সঙ্গে তিনি সব শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জানান।
২০২৪ সালের ৪ আগস্ট, পাবনা শহরে একটি ছাত্রমিছিলে অংশ নিতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হন দ্বীপ। সেদিন আন্দোলনের অংশ হিসেবে রাজপথে নামা শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষার্থী। গুরুতর আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ অনেকে।
হামলার সময় তার চোখে গুলির আঘাত লাগে, যা মস্তিষ্ক ভেদ করে। পাঁচ মাস ধরে জীবন-মৃত্যুর লড়াই শেষে তিনি ক্লাসে ফিরতে সক্ষম হন। কিন্তু হামলার জেরে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে।