ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি


ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

আইসিসির বাৎসরিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে তারা। এক ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে সোমবার। ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা।

টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×