যেদিন উৎসাহ হারাব, অবসর নিয়ে নিব: ক্রিশ্চিয়ানো রোনালদো


Nov 16/ronalndho.jpg

উয়েফা নেশনস লিগে উয়েফা নেশনস লিগের ম্যাচে গতকাল পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও দারুণ পারফর্ম করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে একটি গোল করার পর ম্যাচের শেষদিকে ওভারহেড কিকেও একবার লক্ষ্যভেদ করেছেন তিনি। তার জোড়া গোলের দিনে পোল্যান্ডকে ৫-২ গোলবন্যায় ভাসিয়ে জয়ের দেখা পেয়েছে পর্তুগাল। ম্যাচশেষে ঘুরে ফিরে আসে পর্তুগিজ তারকার অবসর নিয়ে। কেননা মাস দুয়েক পরই ৪০ পূর্ন করতে যাচ্ছেন রোনালদো। অবসর প্রসঙ্গ এড়িয়ে চললেও এদিন ম্যাচ শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন কবে ফুটবল জোড়া গুটিয়ে রাখছেন। 

রোনালদো বলেন, ‘শিগগিরই আমার বয়স ৪০ হবে। আমি খেলা উপভোগ করতে চাই। যতদিন উৎসাহ পাব, চালিয়ে যাব। যেদিন উৎসাহ হারাব, অবসর নিয়ে নিব। যখন জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিব, আমি স্বতঃস্ফূর্তভাবেই নিব, তবে চিন্তা-ভাবনা করে। অবসরের কোনো আগাম ঘোষণা থাকবে না। আমি নিজেকে কোচিং পেশায় দেখছি না, সেটা আমার পরিকল্পনাতে নেই। আমার ভবিষ্যত ফুটবলের বাইরে অন্য জগতে থাকবে। যদিও সময়-ই সবকিছু বলে দেবে।’

আরও নির্দিষ্ট করে অবসর প্রসঙ্গে পর্তুগিজ তারকা বলেন, ‘এক-দুই বছরের মধ্যে আমার অবসরের সিদ্ধান্ত আসতে পারে...আমি জানি না, দেখা যাক।’

বয়সটা যেন তার তাছে কেবলই একটি সংখ্যা। যে বয়সে অনেকেই বুটজোড়া তুলে রেখে ধুলোর আস্তরণ ফেলে দেয়, ঠিক তখন আকর্ষণীয় সব গোল করে তাক লাগিয়ে চলেছেন তিনি। কোনও তরুণ খেলোয়াড়ের স্কিলও যেন তার কাছে পিছিয়ে থাকবে। পেশাদার ক্যারিয়ারে ইতোমধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯১০ গোল করেছেন রোনালদো। পর্তুগিজ তারকা অবশ্য জানিয়েছিলেন, হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে। 

রোনালদো অবশ্য নতুন করে জানিয়েছেন, হাজারতম গোলে মাইলফলক স্পর্শ করতে না পারলেও আক্ষেপ থাকবে না তার। তিনি বলেন, ‘১০০০ গোলের মাইলফলক অর্জন করাটা দারুণ হবে...কিন্তু না, আমি সেটা বিবেচনাও করছি না এবং সে লক্ষ্যের দিকে আমার নজরও নেই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×