একই মঞ্চে তামিম-সাকিব


একই মঞ্চে তামিম-সাকিব

মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েসের ডাকে একই মঞ্চে উপস্থিত হয়েছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আজ মিরাজ-কায়েসের ব্যাট কোম্পানি এমকেএসের উদ্বোধোনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব-তামিম। যদিও অনুষ্ঠানে দুজন বসেছেন বেশ খানিকটা দূরত্ব নিয়ে।

সম্প্রতি আইসিসির কাছ থেকে অনুমোদন পেয়েছে ইমরুল কায়েস এবং মেহেদি হাসান মিরাজের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস। চলতি বছর যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্পন্সরও ছিল এই প্রতিষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করতে হাজির হয়েছেন তারকা ক্রিকেটাররা। সঙ্গে আছেন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

শুরুতে তামিম স্টেজে উঠে এমকেএস ব্যাট সম্পর্কে ভালো দিক তুলে ধরেন। এরপর জানান সতীর্থদের প্রতি শুভকামনা। পরে একে একে খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, মাহমুদউল্লাহ রিয়াদ স্টেজে উঠে শুভকামনা জানান। এক পর্যায়ে সাকিবও শুভকামনা জানান।

আর এই অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তার আগে ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা ব্যাট হাতে স্টেজে শ্যাডো করেন। এছাড়া উপস্থিত আছেন জাতীয় দলের আরো অনেক ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স সদস্য মোহাম্মদ রিজওয়ানও উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×