নোয়াখালীতে মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা


নোয়াখালীতে মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নাজিম উদ্দিন (১৪) নামে এক মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার সহপাঠী আবু সায়েদকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাটরা এলাকায় অবস্থিত আল মাদরাসাতুল ইসলামিয়া আখফতুল উলুম মাদরাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাজিম উদ্দিন চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্যার ছেলে এবং তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, নাজিম ও সায়েদ উভয়েই একই বিভাগে পড়াশোনা করতেন। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে টুপি পরা নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়, যা পরবর্তীতে মাদরাসার শিক্ষকদের হস্তক্ষেপে মীমাংসা হয়। তবে সেই পুরোনো বিরোধ থেকেই ক্ষোভে ফেটে পড়ে সায়েদ। রোববার রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর, ঘুমন্ত অবস্থায় নাজিমের গলা কেটে হত্যা করে সে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আবু সায়েদকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাদরাসার অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×