নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবনে বাংলাদেশীদের মিলনমেলা

  • প্রকাশঃ ১১:৩৭ এম, ০৪ এপ্রিল ২০২৫

নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবনে বাংলাদেশীদের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের সরকারি বাসভবনে জাঁকজমকভাবে উদযাপিত হলো বাংলাদেশ হেরিটেজ ডে। সংবর্ধনা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ এপ্রিল) গ্রেসি ম্যানশনের মেয়র ভবন পরিণত হয় বাংলাদেশীদের মিলনমেলায়। 

মেয়রের মূখ্য প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশী-আমেরিকান মীর বাশার সবাইকে স্বাগত জানান। বাংলাদেশ হেরিটেজ ডে অনুষ্ঠান আয়োজনের জন‍্য মেয়রের প্রতি ধন্যবাদ জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বাঙালীর অবিস্মরণীয় বিজয়গাথা নিয়ে অলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলো বাঙালিয়ানা খাবারের পসরা । 

বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্কের মেয়রের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অনেকে। বাংলাদেশীদের সাথে মেয়রের আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন তারা। 

রিসিপশনে বাংলাদেশিদের ভূয়সী প্রসংশা করেন মেয়র এরিক এডামস। তিনি বলেন, ‘সিটির উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। জানান, এখনই সময় বিশ্বে সবচেয়ে শক্তিশালী দেশের শক্তিশালী সিটিতে নিজের ভয়েস তুলে ধরার …. 

অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য চারজন ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন মেয়র।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মাটিতে দেশের সম্মান রক্ষায় বাংলাদেশী কমিউনিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে,  এমনটাই প্রত্যাশা করছেন সবাই ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×