ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা: জাতিসংঘে ট্রাম্প


ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা: জাতিসংঘে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে হামাসকে পুরস্কৃত করার মতো একটি ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন।

ট্রাম্প বলেন, “সংঘাতকে আরও উৎসাহিত করতে জাতিসংঘের কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এটি হামাসের সন্ত্রাসীদের নৃশংসতার জন্য একটি বড় পুরস্কার হবে। ৭ অক্টোবরের ঘটনার মতো ভয়াবহ নৃশংসতার জন্য এটি তাদের পুরস্কার স্বরূপ।”

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা একাধিক দেশের সরকারপ্রধান ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে গাজা যুদ্ধ শুরুর প্রায় দুই বছর পর জাতিসংঘে একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে।

গতকাল সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানান, ফ্রান্সও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, “দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধরে রাখতে আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে।”

একই বৈঠকে ইউরোপের দেশ লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো ও বেলজিয়ামও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে কানাডা, ব্রিটেন, পর্তুগাল ও অস্ট্রেলিয়াও একই ঘোষণা দিয়েছিল।

ট্রাম্প জাতিসংঘে একে ‘ভুল বার্তা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “এ ধরনের পদক্ষেপ কেবল সহিংসতাকে উৎসাহিত করবে এবং শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×