৩ কোটির লটারি জিতলেন প্রবাসী দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই


৩ কোটির লটারি জিতলেন প্রবাসী দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি দেওয়ার চার মাসের মাথায় লটারি জিতে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ভারতের কেরালার শ্রীরাজ এমআর।

গালফ নিউজের বরাতে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে তিনি দুবাইয়ে একটি প্রতিষ্ঠানে হিসাব সহকারী হিসেবে যোগ দেন। ২১ আগস্ট অনুষ্ঠিত হয় দুবাই ডিউটি ফ্রি (ডিডিএফ) মিলেনিয়াম মিলিয়নিয়ার লটারি ড্র, যেখানে ১০ লাখ দিরহাম পুরস্কার জেতেন তিনি।

এই লটারির টিকিট শ্রীরাজ একা কেনেননি; সহকর্মী প্রদীপের সঙ্গে যৌথভাবে কিনেছিলেন। তাদের মধ্যে শ্রীরাজ পাবেন ২৫ শতাংশ এবং প্রদীপ ৭৫ শতাংশ।

প্রদীপ বলেন, “আমরা ভাবতেই পারিনি এভাবে জয় আসবে। প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে বা ফেক কল দিয়েছে। কিন্তু পরে নিশ্চিত হওয়ার পর আনন্দে চিৎকার করে উঠি।”

শ্রীরাজ জানান, “দুবাই আসলেই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। দেশে থাকতে লটারিতে টিকিট কাটার অভ্যাস ছিল না, কারণ কখনো জিতিনি। প্রদীপ যখন বলল, চল ভাগ্য পরীক্ষা করি, আমি ভেবেছিলাম ক্ষতি কী? কিন্তু এত দ্রুত এভাবে জিতব, তা কখনো ভাবিনি।”

এ ধরনের হঠাৎ ভাগ্যবদলের ঘটনা শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির জীবনেই পরিবর্তন আনে না, বরং অন্যান্য প্রবাসীর মধ্যেও আশার সঞ্চার করে। সহকর্মীদের মতে, এই অর্থ ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে।

দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার লটারি দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। তবে শ্রীরাজের মতো ভাগ্যবান হয় কম মানুষই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×