মালদ্বীপে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:১১ পিএম, ১৬ আগস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানী মালের স্থানীয় স্টার হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. বাবুল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনায় মালদ্বীপ বিএনপির সভাপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পুনর্গঠনে অসামান্য অবদান রেখেছেন। আর বেগম খালেদা জিয়া রাজনীতিতে মহীয়সী এক নারী, যিনি নীতির প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে বিশ্ব ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, “গণমানুষের অধিকার আদায়ে খালেদা জিয়ার দৃঢ়তা, শালীন কথোপকথন, মার্জিত আচরণ ও আত্মত্যাগের মহিমা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ।