কুয়েতে সহজ হলো ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা


কুয়েতে সহজ হলো ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র কুয়েত এখন ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা নীতিমালায় শিথিলতা এনেছে। এতদিন কঠোর নীতিমালার মধ্য দিয়ে এ ভিসাগুলো প্রদান করা হলেও এখন নিয়ম সহজ করায় দেশটিতে বসবাসকারী প্রবাসীদের জন্য তৈরি হয়েছে নতুন সুযোগ।

নতুন সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়, অন্যদিকে প্রবাসীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে চায়।

ফলে দেশটিতে থাকা প্রবাসীরা এখন তাদের পরিবারের সদস্যদের তুলনামূলক সহজভাবে ফ্যামিলি অথবা ট্যুরিস্ট ভিসায় কুয়েতে আনতে পারছেন।

তবে জানা গেছে, এসব ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে কুয়েতে কাজ করা বা ভিসা পরিবর্তনের সুযোগ নেই।

কুয়েত সরকার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসি-ভুক্ত ছয়টি দেশের বৈধ ভিসাধারী বিভিন্ন পেশার প্রবাসীদের জন্যও ট্যুরিস্ট ভিসা চালু করেছে। অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে যাচাই-বাছাই শেষে ৩ কুয়েতি দিনার ফি পরিশোধ করে ১ মাসের ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করা যাচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য এখন তাদের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের একটি সহজ সুযোগ তৈরি হয়েছে।

ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসার প্রক্রিয়া সহজ করার মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশের পর্যটন খাত ও বিনিয়োগে গতি আনতে চাচ্ছে, অন্যদিকে প্রবাসীদের জন্য তুলে ধরেছে নতুন আশার দ্বার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×