এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে আবার রেকর্ড
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্যের ঘোষণা করা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৮৮৯ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায় পৌঁছেছিল। আজ মঙ্গলবার আরও ৩ হাজার ৬৬৩ টাকা বাড়ানোর ফলে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায়।
এছাড়া রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৫২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।