দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু


দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে জয়নাল আবেদীন (২৯) নামে এক প্রবাসী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সুজানগরের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের রাস আল খোর এলাকার আল জারুনি মোটর গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গ্যারেজে কাজ করার সময় অসতর্কতার কারণে তিনি বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল চার বছর আগে কর্মসূত্রে দুবাইয়ে যান। দেড় মাস আগে তিনি দেশে এসে ছুটি কাটান এবং সম্প্রতি কাজে যোগ দেন। দেশে তার স্ত্রী, ছয় বছরের মেয়ে ও তিন বছরের ছেলে রয়েছে।

বর্তমানে তার লাশ দুবাইয়ের হিমঘরে রাখা আছে। পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ হলে লাশ দেশে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×