দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় আইসিইউতে তিন বাংলাদেশি শিক্ষার্থী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৯ এম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কুমিল্লার রাজিদ আয়মান (২০) ও হাসিবুল হাসান চৌধুরী (২১) দুর্ঘটনার আট দিনেও জ্ঞান ফেরেনি।
রাজিদ দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের নান্নু মিয়া মাস্টারের ছেলে এবং হাসিবুল একই উপজেলার ধামতী গ্রামের ওমর ফারুক চৌধুরীর ছেলে।
২৭ আগস্ট রাতে ওনজু শহরে তারা স্কুটিতে দুর্ঘটনার শিকার হন। তাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই শিহাব স্কুটি চালাচ্ছিলেন। স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারালে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাজিদ ও হাসিবুল দুজনই ২০২৪ সালে কিউংডং বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে ভর্তি হন। দেশে থাকাকালে তারা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।
রাজিদের বাবা নান্নু মিয়া বলেন, "ছোটবেলা থেকেই আমার ছেলের স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় বিদেশে পড়া। অনেক কষ্টে টাকা ম্যানেজ করে কোরিয়ায় পাঠাই। এখনো তার জ্ঞান ফেরেনি। আমি ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।"
হাসিবুলের বাবা ওমর ফারুক চৌধুরী বলেন, "অনেক কষ্টে ছেলেকে কোরিয়া পাঠিয়েছি। কিন্তু দুর্ঘটনায় সে আইসিইউতে আছে। চিকিৎসা খুব ব্যয়বহুল। দেশবাসী যেন তাদের জন্য দোয়া করে।"
তৃতীয় আহত শিক্ষার্থী শিহাবের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় হলেও তার বিস্তারিত তথ্য জানা যায়নি।