বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- প্রকাশঃ ০৩:০৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ও কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তি এবং তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (৩১ জানুয়ারি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত এবং ইউএন-হ্যাবিট্যাটট কুয়েত।
কর্মসূচির উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
ইউএন-হ্যাবিট্যাট জিসিসি আঞ্চলিক অফিসের হেড অফ মিশন আমিরা আল হাসানসহ আরো অনেকেই উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে মাটিতে দেশের মান সমুন্নত করাই তরুণ প্রবাসীদের লক্ষ্য বলে মনে করি।’
মানবতার সেবায় এ ধরনের কার্যক্রমে অন্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার অসংখ্য সদস্য রক্তদান করেন।
এছাড়া, সাধারণ প্রবাসীরা রক্তদান কর্মসূচিতে উপস্থিতি ছিলেন।