বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • প্রকাশঃ ০৩:০৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বাংলাদেশ ও কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তি এবং তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (৩১ জানুয়ারি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত এবং ইউএন-হ্যাবিট্যাটট কুয়েত।

কর্মসূচির উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

ইউএন-হ্যাবিট্যাট জিসিসি আঞ্চলিক অফিসের হেড অফ মিশন আমিরা আল হাসানসহ আরো অনেকেই উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে মাটিতে দেশের মান সমুন্নত করাই তরুণ প্রবাসীদের লক্ষ্য বলে মনে করি।’

মানবতার সেবায় এ ধরনের কার্যক্রমে অন্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।
 
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার অসংখ্য সদস্য রক্তদান করেন। 

এছাড়া, সাধারণ প্রবাসীরা রক্তদান কর্মসূচিতে উপস্থিতি ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×