রাকসু নির্বাচনের ফলাফল: ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের


রাকসু নির্বাচনের ফলাফল: ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল এবং আধিপত্যবিরোধী জোট নিজেদের অবস্থান পোক্ত করেছে। ভিপি ও এজিএস পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, অন্যদিকে জিএস পদে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী।

ভিপি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম সালমান সাব্বির। দুজনই শিবির-সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জিএস পদে জয় পেয়েছেন সালাউদ্দিন আম্মার, যিনি প্রতিদ্বন্দ্বিতা করেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের হয়ে।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত থেকেই একে একে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ফলাফল প্রকাশ শুরু হয়। সেই ফলাফলের ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

রাকসু নির্বাচনে দীর্ঘদিন পর জমজমাট লড়াই ও অংশগ্রহণ দেখা যায়, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের জোটগুলো গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×