প্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের আগুন এলো নিয়ন্ত্রণে
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫২ এম, ১৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা ধরে জ্বলার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন সম্পূর্ণ নিভে যেতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের একটি আটতলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির কার্যক্রম চলত। আগুন মূলত ওই দুটি প্রতিষ্ঠানের গুদাম থেকেই ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যার দিকে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশের এলাকা থেকেও তাপ স্পষ্টভাবে অনুভূত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবুও অগ্নিশক্তির তীব্রতার সামনে প্রথমদিকে তারা কার্যত অসহায় হয়ে পড়ে।
ভবনটির আটতলা ফাঁকা থাকলেও সাততলায় ছিল দুটি কোম্পানির গুদাম। অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড মূলত ক্যাপ ও তোয়ালে তৈরি করে, আর জিহং মেডিকেল কোম্পানি উৎপাদন করে সার্জিকেল গাউনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা সকালে জানান, “সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আমাদের ১৭টি ইউনিট এখনো কাজ করে যাচ্ছে। আগুন পুরোপুরি নিভাতে সময় লাগবে।” তিনি আরও জানান, আগুনের উৎপত্তির কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।