নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের ‍নুতন কমিটির অভিষেক

  • প্রকাশঃ ০১:৩১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের ‍নুতন কমিটির অভিষেক

যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান প্যালেস পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রেস ক্লাব পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, কবি, লেখক, সংস্কৃতি ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার বালাদেশী উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ মেয়াদে নব-নির্বাচিত কমিটির অভিষেক ছাড়াও আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পর্বে কন্ঠ শিল্পী চন্দন চৌধুরী, লিনা সাবরিনা, নাজু আখন্দ, কৃষ্ণা তিথি, অভীক রাজ গান করেন।

ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা ও ব্যবসায়ী শাহনেওয়াজ।

অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্রের চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘মিডিয়ায় যেন যথাযথ তথ্যের খবর প্রকাশিত হয়। অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে- এমন সংবাদ প্রকাশে যেন মিডিয়াগুলো দায়িত্বশীল ভূমিকা রাখে।’

তারা আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত। আইন লঙ্ঘন করে কোন পদক্ষেপ পারবে না যে কোন সংস্থা। তবে অভিবাসীরা আইন লঙ্ঘন বা কোন অপরাধ যেন না করেন, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই।’  

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সভাপতি শওকত ওসমান রচি। বক্তব্য দেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এটর্নী মঈন চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মাদ সাঈদ, দর্পণ কবীর, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলা চ্যানেলের সিইও শাহ জে চৌধুরী।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক সদস্য প্রয়াত এ হাই স্বপনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পর্ব শেষে অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেন ক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করে ছোট্ট শিশু পর্ণা উত্তম সাহা, ভাষা সাহা ও বায়োলিন পরিবেশন করেন প্রজ্ঞা উত্তম সাহা। এরপর করেন অনীক রাজ, লিনি সাবরিন, কৃষ্ণা তিথি, নাজু আকন্দ ও চন্দন চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×