দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা

  • প্রকাশঃ ০৩:২৭ পিএম, ৩০ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা
নাবিলা ইসলাম

জর্জিয়া স্টেট সিনেটর হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ইসলাম। গত ৫ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়ার সপ্তম সিনেট জেলা থেকে তিনি নির্বাচিত হন। গত ১৬ জানুয়ারি নাবিলা তার স্বামী পার্কেস ও ছেলে আহসানকে সঙ্গে নিয়ে শপথ নেন। তিনি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, শিশু ও পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রাক্তন সেনা, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সিনেট কমিটিগুলিতে মনোনীত হয়েছেন।

নাবিলা সম্প্রতি জর্জিয়া উইমেনস লেজিসলেটিভ ককাসের সহ-চেয়ার নির্বাচিত হয়েছেন। নাবিলা একজন উদীয়মান নেত্রী ও সমাজসেবী। তিনি জর্জিয়ার ডুলুথে একজন বাসিন্দা এবং একজন রাজনীতিবিদ, যিনি তার কর্মজীবন ও পারিবারিক অভিজ্ঞতার মাধ্যমে কমিউনিটির সেবা করছেন।

নাবিলা ইসলামের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবারে। তার বাবা-মা একটি উন্নত জীবন গড়ে তোলার জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। নাবিলা জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

নাবিলা ২০২০ সালে প্রথম বারের মতো জর্জিয়া রাজ্যের সপ্তম সিনেট জেলা থেকে নির্বাচিত হন। তিনি প্রতিভাবান, দক্ষ ও জনগণের সমস্যাগুলোর প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন। তার পিতামাতার অভিবাসী জীবন থেকে তার অনুপ্রেরণা আসে এবং তিনি সব সময় তার কণ্ঠস্বর ব্যবহার করেন কমিউনিটির উন্নতির জন্য।

শপথ গ্রহণের পর সিনেটর নাবিলা ইসলাম বলেন, ‘একজন শ্রমজীবী অভিবাসীর কন্যা হিসেবে, আমি সব সময় আমাদের বৈচিত্রময় সম্প্রদায়গুলিকে উজ্জীবিত করতে আমার কণ্ঠস্বর ব্যবহার করব।’ 

তিনি আরো বলেন, ‘একজন নতুন মা হিসেবে, আমি বুঝতে পারি যে, জর্জিয়ার পরিবারগুলো কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমি প্রস্তুত, যতটুকু সম্ভব, জর্জিয়াকে এমন একটি স্থানে পরিণত করতে, যেখানে পরিবারগুলো সফল হতে পারে এবং শিশুরা উন্নতি করতে পারে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×