শাহজালাল বিমানবন্দরে নরওয়ে প্রবাসীকে নির্যাতনের প্রতিবাদে নিউ জার্সিতে বিক্ষোভ

  • প্রকাশঃ ০৩:০৫ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

শাহজালাল বিমানবন্দরে নরওয়ে প্রবাসীকে নির্যাতনের প্রতিবাদে নিউ জার্সিতে বিক্ষোভ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউজার্সী রাজ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) প্রবাসী বাঙালি কল‍্যাণ সমিতি (প্রবাকস) এ সমাবেশ করে।

গত ৮ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন করা হয়। 

নিউ জার্সির এ সমাবেশে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় ।

সংগঠনের সাধারণ সম্পাদক ও হেলডন নিউ জার্সির কমিশনার দেওয়ান বজলু চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন পেটারসন সিটির কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দিন, প্রসপেক্ট পার্কের বোর্ড অব এডুকেশনের কমিশনার জাবেদ খান, জালালাবাদ এসোসিয়েশন নিউ জার্সির সভাপতি হোসেন পাঠান বাচ্চু, প্রবাকসের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সহ সভাপতি আলমগীর হোসেন গজনবী, প্রবাকসের কার্যকরি সদস্য আনোয়ার চৌধুরী পারেক, সাহাব উদ্দিন, কমিউনিটি ব‍্যক্তিত্ব সুজন আহম্মদ সাজু, সাংবাদিক এনাম চৌধুরী ও বিশ্বজিত দে বাবলু, আব্দুল হামিদ, জামাল চৌধুরী, আফতাব উদ্দিন, আবু তাহের প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×