স্কটল্যান্ডে বাংলাদেশিদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৭:৩৭ এম, ০১ জুলাই ২০২৪

স্কটল্যান্ডে বাংলাদেশিদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত

তুহিন মাহামুদ স্কটল্যান্ড থেকে : স্বতঃস্ফূর্ত ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

লাল সবুজ ব্যাডমিন্টন স্পোর্টিং ক্লাব এডিনবার্গের আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্কটল্যান্ড এর বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশী বংশোদ্ভুত ১৬টি দল। 

গত ২৩শে জুন এডিনবার্গ একাডেমি  স্কুল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। টো টুর্নামেন্টে বিজয়ী হন লাল সবুজ ক্লাবের সদস্য হুমায়ূন রশিদ এবং কালাম আজাদ। রানার আপ হন দ্বীন ইসলাম ও নান্নু মিয়া।

ইডেনবার্গের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান টুর্নামেন্টকে স্পন্সর করেন। টুর্নামেন্ট আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন জনাব ছনার মিয়া ও আবুল হাসনাত। টুর্নামেন্ট উপভোগ করেন এডিনবার্গে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।উপস্হিত সকলে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।
 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×