বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে: আমীর খসরু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১৬ পিএম, ২২ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থরক্ষার ভিত্তিতে। অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “আমাদের ভূরাজনৈতিক কৌশল আমরা নিজেরাই নির্ধারণ করব। কারও কথামতো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়গুলোকেই ভিত্তি করে আমরা আগামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করব। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।”
তিনি আরও বলেন, “নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নিরপেক্ষতা। গত ১৭ বছর আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি। নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে যাবে—যা আমি আগেও বলেছি। যেহেতু নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার আসছে না, সেহেতু অন্তর্বর্তীকালীন সরকারকেই সেই ভূমিকা পালন করতে হবে।”
সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়া মানে হলো সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে যাওয়া। গত এক-দেড় বছরে সরকারের নানা জায়গায় পরিবর্তন হয়েছে, যার কিছু নিয়ে প্রশ্ন রয়েছে। এসব ঠিক করতে হবে।”
তিনি আরও বলেন, “কেয়ারটেকার সরকারের চরিত্র সংবিধানে নির্দিষ্ট করা আছে। তারা কীভাবে দায়িত্ব পালন করবে, সেটাও স্পষ্টভাবে বলা আছে। তাই আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই বৈশিষ্ট্য ধারণ করতে হবে।”
বর্তমানে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রাখছে উল্লেখ করে আমীর খসরু বলেন, “আমরা চাইলে রাস্তায় নেমে যেতে পারতাম। কিন্তু আমরা আলোচনার টেবিল বেছে নিয়েছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা জোর করে কিছু আদায় করতে চাইনি; বরং সমস্যার সমাধান শান্তিপূর্ণ উপায়ে চাই।”