থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক


থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মো. রায়হান (২৬) নামে ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির বাসিন্দা মো. আবুল কালামের ছেলে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, “এক সময় রায়হান হাটহাজারী কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে তিনি জামায়াতের কোনো পদে নেই।”

ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, “আজ দুপুর ২টার দিকে রায়হান থানায় প্রবেশ করে আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় আটক দু’জনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। পুলিশ তাকে এ কাজ থেকে বিরত থাকতে বললে তিনি পুলিশের ওপর হামলা চালান। এরপর পুলিশের কাজে বাধা দেওয়ায় তাকে আটক করা হয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×