নিজ কর্মকাণ্ডের জন্য অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন: ফুয়াদ


নিজ কর্মকাণ্ডের জন্য অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন: ফুয়াদ

রংপুর থেকে প্রকাশিত– আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনেক উপদেষ্টা তাদের দায়িত্বের অবহেলা ও অযোগ্য কর্মকাণ্ডের কারণে জেলাশাস্তির যোগ্য। তিনি আরও বলেন, “ব্যর্থদের তালিকা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই গোল্ড মেডেল দেওয়া উচিত।”

ফুয়াদ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে, যিনি সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, “ডিজিএফআই-এর ৪–৫ জন লেফটেন্যান্ট জেনারেল ভারত পালিয়ে গেছেন, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। এরা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করেছে এবং বর্তমানে ভারত সরকারের সহায়তা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সেখানে ভালোভাবে জীবনযাপন করছেন।”

সেনাবাহিনীর মধ্যে অপরাধে জড়িত কর্মকর্তাদের নিয়ে ফুয়াদ বলেন, “তাদের বিচার শুরু হয়েছে ঠিকই, কিন্তু তারা এসি গাড়িতে ট্রাইব্যুনালে আসছেন, হলিউড তারকাদের মতো পোশাক পরে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভেতরের বাড়িগুলোকে সাব-জেল ঘোষণা করেছেন। যাদের আর্থিক সক্ষমতা কম, তাদের কাশিমপুরে রাখা হচ্ছে, আর ক্ষমতাধারীরা পাচ্ছেন ফাইভ-স্টার জেল।”

ফুয়াদ আইফোনের বট আইডি ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িতদের শাস্তিরও দাবি জানান। তিনি দেশে চলমান বিশৃঙ্খলার বিষয়টি তুলে ধরে বলেন, “শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়েছেন, যা আমরা স্বীকৃতি দিই। যদিও সব দাবি এখনও বাস্তবায়িত হয়নি।”

তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা ও মহিলা সংস্থায় গঠিত দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের বিষয়ে সতর্ক করেছেন। ফুয়াদ বলেন, “এরা ঘুষের বিনিময়ে জনবল নিয়োগসহ নানা অনিয়ম করছে।”

অর্থনীতি ও বিনিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরাঞ্চলে শিল্প-কারখানা স্থাপন হলে বেকারত্ব কমবে, তরুণরা মাদকের দিকে ঝুঁকবে না এবং অর্থনৈতিক উন্নয়ন হবে। ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ সুস্থ থাকে। কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ এবং শিক্ষার উন্নয়ন তবেই দেশ এগোবে।”

মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×