নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে আইএমএফ: গভর্নর


নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে আইএমএফ: গভর্নর

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, তারা এখনই নয়, বরং নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বর্তমানে ওয়াশিংটনে অবস্থানরত গভর্নর আহসান এইচ মনসুর ফোনে বলেন, “আইএমএফ পরবর্তী সরকার আসার পর তাদের সঙ্গে পরামর্শ করতে চায়।”

তিনি আরও জানান, “বাংলাদেশ তাদের এই সিদ্ধান্তে না সম্মতি দিয়েছে, না আপত্তি জানিয়েছে। আমাদের কোনো আর্থিক চাপ নেই। তাই এটি কোনো সমস্যা নয়। আমরা যা চাই তা হলো নীতির ধারাবাহিকতা বজায় রাখা। আমরা আলোচনা চালিয়ে যাব, যাতে আমাদের নীতিগত অঙ্গীকার সঠিক পথে থাকে।”

গভর্নরের মতে, “অর্থ ছাড় পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যালোচনার (রিভিউ) কাজ সম্পন্ন করা।”

তিনি ব্যাখ্যা করেন, “নির্বাচন ঘনিয়ে আসায় এখন রিভিউ সম্পন্ন করা যুক্তিযুক্ত নয়। কারণ, রিভিউয়ের সঙ্গে আইএমএফ-এর আর্টিকেল–৪ মিশনও অন্তর্ভুক্ত রয়েছে। তাই তারা চাইছে পরবর্তী সরকারের সঙ্গে পরামর্শ শেষে রিভিউ সম্পন্ন করতে।”

ড. মনসুর আরও জানান, “আইএমএফ-এর আর্টিকেল–৪ মিশন অক্টোবর মাসে আসবে। তারা আংশিকভাবে ঋণপ্যাকেজের অগ্রগতি পর্যালোচনা করবে, তবে রিভিউ সম্পন্ন করবে না। চূড়ান্ত রিভিউ ফেব্রুয়ারিতে বোর্ডের সামনে উপস্থাপন করা হবে, যখন নির্বাচনও অনুষ্ঠিত হবে।”

৫৫০ কোটি ডলারের আইএমএফ ঋণ প্যাকেজের আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় ৩৬০ কোটি ডলার পেয়েছে। ডিসেম্বর মাসে নির্ধারিত রয়েছে পঞ্চম কিস্তি ছাড়, আর ষষ্ঠ কিস্তি আসার কথা আগামী বছরের জুনে।

প্রতিটি কিস্তি ছাড়ের আগে আইএমএফ সাধারণত দুই সপ্তাহব্যাপী একটি মূল্যায়ন মিশন পাঠায়, যা পর্যালোচনা করে ঋণগ্রহণকারী দেশ সংস্কার শর্তগুলো কতটা পূরণ করেছে।

আগামী ২৯ অক্টোবর ঢাকায় আসছে আইএমএফের মিশন, যারা পঞ্চম কিস্তির প্রাথমিক মূল্যায়ন শুরু করবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এই বার্ষিক সম্মেলনে আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, তবে তাদের মূল ফোকাস থাকবে নির্বাচনের পর নীতি-ধারাবাহিকতা বজায় রাখার দিকেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×