‘শাপলা কলি’ নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার প্রতিক্রিয়া


‘শাপলা কলি’ নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার প্রতিক্রিয়া

নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তালিকা সংশোধন করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তবে প্রতীক পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন।

তিনি লিখেছেন, “নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কোন আইন বা বিধির কারণে তারা ‘শাপলা’ প্রতীকটি তালিকাভুক্ত করতে পারছেন না। কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়েই তারা তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছেন। কেন ‘শাপলা’ প্রতীকটি দেওয়া গেল না, কমিশনকে তার জবাব দিতে হবে।”

খালেদ সাইফুল্লাহ আরও বলেন, “যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে ‘শাপলা’ প্রতীকটি বাতিল করে থাকে, তবে একই যুক্তিতে ‘ধানের শীষ’, ‘তারকা’ কিংবা ‘পাটপাতা’ প্রতীকগুলোও বাতিল হওয়া উচিত। আর যদি জাতীয় প্রতীক সংরক্ষণ তাদের দায়িত্ব না হয়, তবে ‘শাপলা’ অন্তর্ভুক্তিতে বাধা কোথায়?”

তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার ইচ্ছেমতো আমাদের প্রতীক নির্ধারিত হতে পারে না। আমাদের প্রতীক নির্ধারিত হবে দলের সদস্যদের মতামত এবং আইনের সীমার ভেতরে। আইন সবার জন্য সমান হওয়া জরুরি; তা বেছে বেছে প্রয়োগ করা হলে তা আর আইন থাকে না, বরং অন্যায়ের হাতিয়ার হয়ে যায়।”

এর আগে একই দিন বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত গেজেটে ‘শাপলা কলি’কে ১০২ নম্বর প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের আর্টিকেল ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ সংশোধন করে নতুন প্রতীক সংযোজন করা হয়েছে। এতে বলা হয়, স্থগিত করা প্রতীক ব্যতীত প্রার্থীদের তালিকাভুক্ত প্রতীকসমূহ থেকে প্রাপ্যতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া হবে।

তালিকায় মোট ১০২টি প্রতীকের মধ্যে রয়েছে— আনারস, গাভি, রেল ইঞ্জিন, বই, লাঙল, বাইসাইকেল, উদীয়মান সূর্য, হাত (পাঞ্জা), ধানের শীষ, হাতি, নৌকা (স্থগিত), এবং সর্বশেষ ‘শাপলা কলি’।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×