‘শাপলা কলি আমরা মানি না’
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘শাপলা কলি’ প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই। ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই।
এ বিষয়ে তিনি আরও বলেন, “ইসির তালিকায় শাপলা কলি যুক্ত হলেও, আমাদের প্রার্থিত প্রতীক শাপলা। আমরা শাপলা চাই।”
এর আগে বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের আর্টিক্যাল ৯৪-এর ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধন করেছে। বিধি ৯-এর উপ-বিধি (১)-এর পরিবর্তে নতুন উপ-বিধি (১) প্রবর্তিত হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রার্থীকে স্থগিত প্রতীক ব্যতীত নির্দিষ্ট প্রতীকগুলোর মধ্যে থেকে প্রাপ্যতা অনুযায়ী একটি প্রতীক বরাদ্দ করা হবে।
প্রজ্ঞাপনে প্রদত্ত প্রতীকের মধ্যে আনারস, গাভী, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, আম, গামছা, ডাব, বক, রিকশা, আলমিরা, গোলাপ ফুল, ড্রেসিং টেবিল, বাঘ, লিচু, ঈগল, ঘণ্টা, ঢেঁকি, বটগাছ, লাঙল, উট, ঘুড়ি, তারা, বাইসাইকেল, শাপলা কলি, উদীয়মান সূর্য, ঘোড়া, তালা, বালতি, সোনালি আঁশ, একতারা, চাকা, থালা, বেবি টেক্সি, সেলাই মেশিন, কাঁচি, চাবি, দাঁড়িপাল্লা, বৈদ্যুতিক পাখা, সোফা, কবুতর, চিরুনি, দালান, বৈদ্যুতিক বাল্ব, সিঁড়ি, কলম, চিংড়ি, দেয়ালঘড়ি, মই, সিংহ, কলস, চেয়ার, দোতলা বাস, মগ, সূর্যমুখী, কলার ছড়ি, কাঁঠাল, চশমা, দোয়াত-কলম, মাইক, হরিণ, কাপ-পিরিচ, ছড়ি, দোলনা, মোটরগাড়ি, হাত (পাঞ্জা), কাস্তে, জগ, নোঙর, ছাতা, ধানের শীষ, মশাল, হাতঘড়ি, কেটলি, জাহাজ, নৌকা (স্থগিত), ময়ূর, হাতপাখা, হাঁস, কুমির, টর্চলাইট, পাগড়ি, মাছ, হাতি, কম্পিউটার, টিউবওয়েল, পানির ট্যাপ, মাথাল, হাতুড়ি, কুড়াল, টেবিল, পালকি, মিনার, হারিকেন, কুলা, টেবিল, প্রজাপতি, মোমবাতি, হ্যান্ডশেক, কুঁড়েঘর, টেবিলঘড়ি, ফলের ঝুড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন, হুঁকা, কোদাল, খেজুরগাছ, ট্রাক, ফুটবল, মোড়া, হেলিকপ্টার, ট্রাক্টর, ফুলকপি ও মোরগ রয়েছে।