কোনো গোলামিতন্ত্র আমরা চাই না: জাহিদুল ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:০২ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, “আমরা শুধু দুনিয়ার সফলতা চাই না, উভয় জগতের সফলতা চাই। রাসুল (সা.) বিদায় হজের সময় আমাদের কুরআন ও সুন্নাহ আকড়ে ধরতে বলেছেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবন—সব ক্ষেত্রেই কুরআন ও সুন্নাহ অনুসরণ করলে সফলতা নিশ্চিত হবে। কুরআনের প্রতিটি লাইন নিয়ে যত বেশি চিন্তা করব, ততই আমরা সমৃদ্ধ হব। ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করলে আবার একটি পুনর্জাগরণ ঘটবে এবং নতুনভাবে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্রদের উদ্দেশ্যে জাহিদুল ইসলাম আরও বলেন, “আপনারা শুধু নিজের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেননি। মা-বাবা ও শিক্ষকদেরও স্বপ্ন রয়েছে। এগুলো ধারণ করে বিশ্ববিদ্যালয়কে নিজের মতো গড়ে তুলতে হবে এবং সফলতার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে। জ্ঞান মানে হলো আলো, যা মানুষের মধ্যে পশুত্ব দূর করে মনুষত্ববোধ জাগ্রত করে। আপনার মধ্যে থাকা প্রজ্ঞা ও ফিতরাতকে কাজে লাগিয়ে সমাজকে আলোকিত করাই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। সব জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ।”
ছাত্ররাজনীতির বিষয়ে তিনি বলেন, “আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চাই। আগে চলেছে শুধু গুম, খুন, রাহাজানি হত্যার রাজনীতি, ধর্ষণ-প্রচার—এই জাহেলিয়াতের রাজনীতি আর আমরা চাই না। কোনো গোলামিতন্ত্র চাই না। ইসলাম শেখায় যে রাজনীতি রাষ্ট্র ও শিক্ষার্থীদের কল্যাণ করবে, ক্যাম্পাসের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে—এই ধরনের রাজনীতি আমাদের চাই।”
দেশের ভবিষ্যৎ নিয়ে জাহিদুল ইসলাম বলেন, “আগামীর দিন সম্ভাবনাময়। আমাদের প্রচুর মানবসম্পদ রয়েছে, যা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। খনিজ সম্পদসহ দেশের সব সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে দক্ষ নেতৃত্ব দরকার। নদীমাতৃক দেশকে সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব, এবং দেশকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে চাই।”
নবীনবরণের বিষয়ে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তনুশ্রী রায় বলেন, “আগের অরিয়েন্টেশনগুলোর তুলনায় ছাত্রশিবিরের আয়োজনটি অনেক ইউনিক। বিশেষ করে উপহার দেওয়া ভালো লেগেছে। সব কার্যক্রম শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়েছে, ভাইদের কথাবার্তা খুব ভালো লেগেছে।”
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী অন্বেষা দেবনাথ বলেন, “উপহার ও খাবারের সুন্দর আয়োজনের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য শুনে শিবির সম্পর্কে থাকা ভুল ধারণা অনেকটা পরিবর্তন হয়েছে।”
ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আলী আফসার হামজা ও প্রকৌশল অনুষদের সভাপতি শোয়াইব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুফ, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, সাবেক সভাপতি আব্দুল মান্নান, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ।