একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন


একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল বর্তমানে ওই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত সেমিনারের বিষয় ছিল ‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার এরই মধ্যে তারুণ্যের ভাবনা জানতে সভা-সেমিনার করেছি। চব্বিশোত্তর বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন।”

তিনি আরও বলেন, দেশকে মেধা, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে, আর সেই দায়িত্ব পালনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারা তরুণ প্রজন্মকে গড়ে তোলেন।

বিএনপির এই নেতা মনে করেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্ত চিন্তা ও গবেষণার ক্ষেত্র। তিনি বলেন, খাতভিত্তিক গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে যাতে রিসার্চের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে নেওয়া যায়। কর্মমুখী ও সময়োপযোগী কারিকুলাম প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বিপুল জনসংখ্যার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। “এক্ষেত্রে শুধু সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবে না; বরং আত্মনির্ভরশীল হয়ে নিজ উদ্যোগে কাজের সুযোগ তৈরি করতে হবে,” তিনি যোগ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, সেই আন্দোলন দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী জনরোষের বহিঃপ্রকাশ ছিল। “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যে পরিবর্তন আশা করছি, তা সবখানেই ঘটতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুধু চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে নয়, সামগ্রিক সামাজিক কাঠামোতেও দরকার,” বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, “যত সংস্কারই আমরা করি না কেন, মানসিক সংস্কার আগে প্রয়োজন। না হলে আমরা আইনি কাঠামো তৈরি করতে পারব না। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী আইনি রূপান্তর ঘটাতে পারলে জাতির মুক্তি সম্ভব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে হতে হবে।”

জুলাই সনদ ইস্যুতে সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “গতকাল একটি দল বলেছে, আমরা নাকি চাপে জুলাই সনদে গণভোটের প্রস্তাব মেনে নিয়েছি। আমরা বলেছি, জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। এখন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। তবে তাদের কিছু দাবি দাওয়া আছে। আমরা আশা করছি সুন্দর সমাধান হবে।” তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই সনদকে আইনি কাঠামো দিতে পারেন, যাতে ভবিষ্যতে কেউ তা বাতিলের দাবি তুলতে না পারে।

সেমিনারে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এবং জাতিসংঘের সাবেক চিফ অব স্টাফ রেহান এ আসাদ।

স্বাগত বক্তব্যে ড. মোর্শেদ হাসান খান বলেন, “আমাদের দল বিএনপি মনে করে একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু শিক্ষাকে হতে হবে সম্পূর্ণ কর্মসংস্থানমুখী ও যুগোপযোগী। গত কয়েক দশকে আমরা দেখেছি সার্টিফিকেটসর্বস্ব একটি শিক্ষা ব্যবস্থা, যা কেবল বেকারত্বের সংখ্যা বাড়িয়েছে।” তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে তরুণদের ভাবনা হওয়া উচিত জ্ঞাননির্ভর ও চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে, যেখানে কারিগরি, ভোকেশনাল এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ইউট্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “বিগত সরকারের উদাসীনতার কারণে শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাই এখনই শিক্ষাকে পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান পুনর্গঠনের জন্য কর্মমুখী ও বিজ্ঞানমনস্ক শিক্ষার বিকল্প নেই।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক নূরুল ইসলাম, এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×