সৌদি সরকারের নির্ধারিত অর্থ পরিশোধ পদ্ধতি মানছে না হজ এজেন্সিগুলো
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৩১ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

আগামী বছরের হজযাত্রীদের সেবায় সৌদি আরবের নির্ধারিত অর্থ পরিশোধ প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের কিছু হজ এজেন্সিকে সতর্ক করেছে সরকার। সৌদি কর্তৃপক্ষ নিষিদ্ধ পদ্ধতিতে অর্থ লেনদেনের খবর পাওয়ায় বাংলাদেশে বিষয়টি নজরে আনা হয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি সৌদি দূতাবাস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এ বিষয়ে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ধর্ম মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে হজ এজেন্সি সমিতি (হাব)-এর সভাপতি, মহাসচিব ও সংশ্লিষ্ট এজেন্সি মালিকদের উদ্দেশে চিঠি প্রেরণ করেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু হজ এজেন্সি সৌদি আরবে তাদের যাত্রীদের সেবা প্রদানের জন্য দরপত্র আহ্বান করছে এবং পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে চেকের মাধ্যমে জামানতের অর্থ গ্রহণ করে হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত রাখার শর্ত দিচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের পদ্ধতি সৌদি পেমেন্ট সিস্টেমের কঠোর লঙ্ঘন এবং সৌদি পেমেন্ট সিস্টেমের বাইরে অর্থ গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, মন্ত্রণালয় এ ধরনের লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে।
চূড়ান্তভাবে, ধর্ম মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং অর্থ লেনদেনে কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে।