স্কুলছাত্র অপহরণ, ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:১৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে — লেদা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোহাম্মদ রিয়াজকে অপহরণ করা হয়েছে। ভিকটিমের পরিবার টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগীর পিতা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিয়াজ ২১ অক্টোবর স্কুল ছুটির পর বাড়ি ফিরে টমটম গাড়ি চালিয়ে দৈনন্দিন জীবিকার তাগিদে ঘোরার কথাই জানিয়েছিলেন। সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় দুই দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়, তবু তাঁকে পাওয়া যায়নি।
পরিবার সূত্রে বলা হয়, অপহরণকারীরা গত রাতে রিয়াজের পরিবারের কাছে রোহিঙ্গা ক্যাম্পের অপহরণ চক্রের একটি মোবাইল নম্বর থেকে ফোন করে দাবি করেছেন যে, রিয়াজকে বাঁচিয়ে পেতে হলে নগদ ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে; না হলে তাকে হত্যা করা হবে—এমন হুমকিও দেওয়া হয়। ভিকটিম পরিবার আইনি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা জানান, রিয়াজের পরিবার গরিব ও দিনমজুর, একমাত্র ছেলে হওয়ায় সে পড়াশোনা চালানোর পাশাপাশি টমটম চালিয়ে বাড়ির ভরণপোষণ করত। স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, পরিবারটি এত বড় মুক্তিপণ দিতে পারবে না, তাই আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত অভিযান চালায়—এমন অনুরোধ করেছেন তারা।
লেদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জামাল উদ্দিন জানান, রিয়াজ তাদের বিদ্যালয়ের ৭ম শ্রেণির নিয়মিত ছাত্র। তিনি বিদ্যালয় পক্ষ থেকেও সরকারের কাছে রিয়াজকে উদ্ধার করার সহায়তা প্রার্থনা করেছেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, টেকনাফে অপহরণ ক্রমবর্ধমান; প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব আছে—তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও সহযোগিতা কামনা করেছেন।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, মামলার ভিত্তিতে তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।