নাটোরে জেলারকে প্রাণনাশের হুমকি, সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জিডি


নাটোরে জেলারকে প্রাণনাশের হুমকি, সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জিডি

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল ও তার পরিবারের নিরাপত্তা বিপন্নের অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (২৩ অক্টোবর) রাতে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলার।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২২ অক্টোবর রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জেলার ব্যক্তিগত নম্বরে ফোন আসে। কলকারী নিজেকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল পরিচয় দিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা আসামি মো. রাশিদুল ইসলাম কোয়েলের জামিন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। একপর্যায়ে তিনি নির্দেশ দেন যেন ওই বিষয়টি কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশকে জানানো না হয়। নাহলে ‘সমস্যা হবে’ বলে হুমকি দেন।

পরবর্তীতে জানা যায়, কোয়েল জামিন পেলেও কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। এর পরদিন ২৩ অক্টোবর জেলার সরকারি মোবাইলে আবারও একটি হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লেখা ছিল, “আপনি যে অন্যায় কাজটি করলেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন আপনার বৌসহ আপনার পরিবার কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন সেটা অবশ্যই ঠিক করে রাখবেন।”

ঘটনার বিষয়ে জেলার শেখ মো. রাসেল বলেন, “ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।”

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, “জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×