সাবেক মন্ত্রী, জাবেদের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, কর্মকর্তা আটক


সাবেক মন্ত্রী, জাবেদের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, কর্মকর্তা আটক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সই করা ১১টি চেক ব্যবহার করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাহাঙ্গীর আলম জাবেদের মালিকানাধীন আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং বর্তমানে বিদেশে পালিয়ে আছেন।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সই করা চেকগুলোর আসল কপি জাহাঙ্গীর আলমের কাছ থেকে জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়। জাহাঙ্গীর আলম দাবি করেছেন, এই টাকা আগের অর্থ পাচার মামলার জন্য আইনজীবীর খরচ বহনের উদ্দেশ্যে তোলা হয়েছিল। ওই মামলায় দুদকের হাতে গ্রেপ্তার হয়েছেন আরামিট পিএলসির দুই এজিএম মো. আবদুল আজিজ ও উৎপল পাল।

গত ২৪ জুলাই দুদক জাবেদ ও তার পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ২৫ কোটি টাকা বিদেশে পাচারের মামলা দায়ের করে। মামলায় জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, ভাই-বোন এবং প্রতিষ্ঠানের ৩১ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে। তদন্তে প্রমাণ মিলার পর আরও একজন কর্মকর্তা উৎপল পালকে অন্তর্ভুক্ত করা হয়। ১৭ সেপ্টেম্বর এই দুই কর্মকর্তা দুদকের কাছে স্বীকার করেন যে, জাবেদের নির্দেশে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ২৫ কোটি টাকা পাচার করা হয়েছে।

দুদকের তথ্যমতে, জাবেদ ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ গ্রহণের পর তা চারটি প্রতিষ্ঠানের হিসাব নম্বরে স্থানান্তরিত করে বিদেশে পাচার করেছিলেন। জাবেদের মালিকানাধীন নয়টি দেশে বিপুল সম্পদ রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, দুবাইয়ে ২২৮টি, আমেরিকায় ১০টি বাড়ি এবং থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়াতে আরও একাধিক সম্পদ রয়েছে। দুদকের কর্মকর্তারা বলছেন, দেশের ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে জাবেদ ও তার পরিবার বিপুল সম্পদের মালিক হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×